মোংলা ও সুন্দরবন মুক্ত দিবস আজ ৭ ডিসেম্বর 

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০১৯, ১১:৪২ এএম মোংলা ও সুন্দরবন মুক্ত দিবস আজ ৭ ডিসেম্বর 

আজ ৭ ডিসেম্বর মোংলা ও সুন্দরবন এলাকা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীকে হটিয়ে এ এলাকা শক্রু মুক্ত করে। 

মোংলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শেখ আব্দুর রহমান জানান, ৯ নম্বর সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল ও সাব সেক্টর কমান্ডার মেজর জিয়া উদ্দিন আহমদ ও কবির আহমেদ মধুর নেতৃত্বে মুক্তিযোদ্ধার মোংলা ও সুন্দরবন এলাকা সম্পূর্ণভাবে শক্রু মুক্ত করেন। বিশেষ করে সুন্দরবনে স্থাপিত ৫টি ক্যাম্পে সেনা কর্মকর্তাদের তত্ত্বাবধায়নে যুদ্ধে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেয়া হতো। আর সুবিধা মত সেখান থেকে আক্রমণ করা হতো মোংলা, রামপাল, শরণখোলা, মোড়েলগঞ্জ, পিরোজপুরসহ বিভিন্ন এলাকার পাক বাহিনীর ক্যাম্পগুলোতে। এছাড়াও মোংলা বন্দরের পশুর নদীতে থাকা পাক হানাদারদের যুদ্ধ জাহাজও ধ্বংস করা হয়। 

কেএসটি

আরও সংবাদ