বেনাপোল দিয়ে ১৯ যুবককে ফেরত পাঠাল বিএসএফ

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০১৯, ০৯:৩৫ পিএম বেনাপোল দিয়ে ১৯ যুবককে ফেরত পাঠাল বিএসএফ
১৯ বাংলাদেশি যুবককে বেনাপোল পুলিশের কাছে হস্তান্তর করে বিএসএফ - ছবি : জাগরণ

যশোরের বেনাপোল দিয়ে ১৯ যুবককে ফেরত পাঠাল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন খান পাঠান বিষয়টি নিশ্চিত করে জানান, তারা সবাই বাংলাদেশি নাগরিক। কয়েক বছর আগে তারা অবৈধ পথে ভারতে গিয়েছিল। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে জেলে ছিল।

এরপর তারা জেল থেকে ছাড়া পেলে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশনে পাঠায়। ফেরত আসা যুবকদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

এনআই

আরও সংবাদ