ময়মনসিংহে জলবায়ু সংকট মোকাবিলায় আলোচনা সভা

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০১৯, ১০:৪১ এএম ময়মনসিংহে জলবায়ু সংকট মোকাবিলায় আলোচনা সভা

ময়মনসিংহে জলবায়ু সংকট মোকাবিলায় করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় এর আয়োজন করে সবুজ আন্দোলন ময়মনসিংহ জেলা শাখা।

এ সময় নেতৃবৃন্দ বলেন, জলবায়ু সংকটের প্রভাব আমাদের দেশে পড়তে শুরু করেছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদেরকে এখনই সচেতন হতে হবে। বেশি বেশি গাছ লাগাতে হবে। সবাইকে সচেতন হতে হবে। দায়ী উন্নত রাষ্ট্রসমূহের কাছে আমাদের মত ক্ষতিগ্রস্ত রাষ্ট্রসমূহের ক্ষতিপূরণ আদায়ে সোচ্চার হতে হবে।

আলহাজ্ব মুশফেকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান। প্রধান আলোচক ছিলেন- কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি অ্যাড. আবু বকর ছিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ, জেলা, মহানগর, ছাত্রফ্রন্ট ও বিভিন্ন পেশাজীবীরা ছিলেন।

এ সময় সংগঠনের পক্ষ থেকে বৃক্ষরোপন ও গাছ বিতরণ করা হয়।

টিএফ
 

আরও সংবাদ