রাজাকারের তালিকায় বঙ্গবন্ধু মন্ত্রিসভার প্রতিমন্ত্রীর নাম

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০১৯, ১০:২১ এএম রাজাকারের তালিকায় বঙ্গবন্ধু মন্ত্রিসভার প্রতিমন্ত্রীর নাম

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত রাজাকারের তালিকায় এসেছে বঙ্গবন্ধু মন্ত্রিসভার প্রতিমন্ত্রী শাহজাদা আবদুল মালেক খানের নাম। তিনি ছিলেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গঠিত মন্ত্রিসভার বিদ্যুৎ প্রতিমন্ত্রী। সেই সাথে ছিলেন বৃহত্তর পটুয়াখালী জেলার বাকশালের গভর্নর।

তালিকায় প্রকাশিত ২১ নম্বর পৃষ্ঠায় ১৯৭২ সালের ১৯ জুলাই দায়েরকৃত মামলায় তার নাম আছে ৭৫ নম্বরে। মামলা নম্বর ৪৪। এই মালেক খানের বাড়ি বরগুনার বেতাগী উপজেলার কাউনিয়া গ্রামে। তার বাবার নাম আলী আবদুল্লাহ খান।

রাজাকারের তালিকায় তার নাম আসায় ক্ষোভ প্রকাশ করে বরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ আবদুর রশিদ মিয়া জানিয়েছেন, মালেক খান ছিলেন একজন মুক্তিযুদ্ধের সংগঠক এবং আওয়ামী লীগের একনিষ্ঠ নেতা। রাজাকারের তালিকায় তার নাম আসাটা দুঃখজনক।

শাহজাদা মালেক খানের ছেলে মন্টি খান জানিয়েছেন, তার বাবার নাম রাজাকারের তালিকায় আসায় তিনি বিস্মিত। তিনি এর প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

এনআই/কেএসটি

আরও সংবাদ