কবি মুশাররফ করিম মঞ্জু আর নেই

জাগরণ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২০, ০৭:৪৯ পিএম কবি মুশাররফ করিম মঞ্জু আর নেই
মুশাররফ করিম মঞ্জু  -  ছবি : জাগরণ

বিশিষ্ট কবি, সাংবাদিক ও আইয়ুববিরোধী আন্দোলনের নেতা মুশাররফ করিম মঞ্জু আর নেই। শনিবার (১১ জানুয়ারি) ময়মনসিংহের একটি বেসরকারি ক্লিনিকে তিনি মারা যান।

তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, জামাতা, দুই নাতি, এক ভাই ও বোন রেখে গেছেন।

রোববার (১২ জানুয়ারি) বাদ জোহর ময়মনসিংহ নগরের চরপাড়া জামিয়া ইসলামিয়া মাঠে জানাজা শেষে ভাটিকাশর পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।

কবির মৃত্যুতে কবিতাঙ্গনের সহকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

১৯৪৬ সালের ৯ জানুয়ারি জন্মগ্রহণ করেন কবি মুশাররফ করিম। অবিভক্ত পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের কর্মী ছিলেন তিনি। কবি মুশাররফ করিম ময়মনসিংহ সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। নেত্রকোনার বিরিশিরি উপজাতি কালচারাল একাডেমির পরিচালকের দায়িত্বেও ছিলেন। তার প্রকাশিত কাব্যগ্রন্থ ২৬টি, উপন্যাস রয়েছে তিনটি, শিশু-কিশোর উপন্যাস ১৫টি । ২০০৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ছাড়াও জীবনে বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন এই কবি।

এনআই

আরও সংবাদ