হাজীগঞ্জ আগুনে ঝলসে গেলেন গৃহবধূ

জাগরণ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২০, ০৯:৪২ পিএম হাজীগঞ্জ আগুনে ঝলসে গেলেন গৃহবধূ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় নূপুর বেগম (২৩) নামের এক গৃহবধূ আগুনে ঝলসে গেছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখান থেকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। বর্তমানে তিনি বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

ওই গৃহবধূ হাজীগঞ্জ উপজেলার গর্ন্ধব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ফকির বাড়ির সরোয়ার হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী। স্বামী সরোয়ার হোসেন ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ভাত রান্না করতে গিয়ে তার ওড়নায় আগুন ধরে যায়। আগুন নিয়ে রান্নাঘর থেকে দৌড়ে বেরিয়ে এলেও রক্ষা হয়নি তার শরীর।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা সোয়েব আহম্মেদ বলেন, নূপুর বেগমের শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গেছে।

গৃহবধূর শ্বশুর আমিন ফকির বলেন, সকালে রান্নাঘর থেকে আগুন নিয়ে চিৎকার দিয়ে বের হন নূপুর। বাড়ির সবাই আগুন নিয়ন্ত্রণে আনলেও তার শরীরের উপরের অংশ পুড়ে গেছে।

এনআই

আরও সংবাদ