বগুড়ায় জবাই ও আগুনে পোড়ানো মরদেহ উদ্ধার

জাগরণ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২০, ০৬:২৬ পিএম বগুড়ায় জবাই ও আগুনে পোড়ানো মরদেহ উদ্ধার
জবাই করা ও আগুনে ঝলসানো অজ্ঞাত ব্যক্তির মরদেহ  -  ছবি : জাগরণ

বগুড়ায় গলাকাটা ও আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে জেলার দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের বেড়ুঞ্জ সিঙ্গাগাড়ি গ্রামের একটি খালের পাড়ের জঙ্গল থেকে ঝলসানো মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, অন্য কোথাও তাকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে। পরিচয় গোপন করার জন্য লাশ আগুন দিয়ে পুড়িয়ে নষ্ট করেছে দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলার ক্ষেতলাল ও বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার সীমান্তবর্তী এলাকা বেড়ুঞ্জ মৌজার সিঙ্গাগাড়ি খাড়িসংলগ্ন একটি জঙ্গলে জবাই করা আগুন দিয়ে পোড়ানো একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে দুপচাঁচিয়া থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম জানান, এখনো মরদেহের কোনো পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় ধারালো অস্ত্র দিয়ে কাটা চিহ্ন রয়েছে।

এনআই

আরও সংবাদ