মাদক নিরাময় কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ২

জাগরণ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২০, ০৭:০৪ পিএম মাদক নিরাময় কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ২

ঢাকার সাভারে আদর মাদক নিরাময় কেন্দ্রে জাহাঙ্গীর নামের এক যুবককে চিকিৎসার নামে নির্যাতন করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মাদক নিরাময় কেন্দ্রের দুই কর্মীকে আটক করেছে সাভার মডেল থানার পুলিশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মোল্ল্যা তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন আদর মাদক নিরাময় কেন্দ্রের নির্যাতনকারী লাবিব আহম্মেদ ও রবিউল হোসেন।

এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মোল্ল্যা জানান, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সাভার পৌর এলাকার রেডিও কলোনি মহল্লায় উত্তরা মার্কেটে অবস্থিত আদর মাদক কেন্দ্রে চিকিৎসার নামে নির্যাতন করলে এক যুবকের মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার ও পরে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করে। আটককৃতদের শনিবার দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

এ সময় পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, ওই মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসার নামে রোগীদের নানাভাবে নির্যাতন করা হতো। এ ঘটনায় নিহতের ভাই মানিক মিয়া বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এনআই

আরও সংবাদ