ভোটকেন্দ্রের বাইরে গোলাগুলি, নিহত ১

চট্টগ্রাম প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২১, ১২:৩৯ পিএম ভোটকেন্দ্রের বাইরে গোলাগুলি, নিহত ১

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে পাহাড়তলীর একটি ভোটকেন্দ্রের বাইরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে মো. আলাউদ্দিন আলম (২৮) নামের একজনের মৃত্যু হয়েছে। 

বুধবার সকাল সাড়ে নয়টার দিকে আমবাগান এলাকায় ইউসেফ স্কুল কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। এ সময় এক নারীসহ ছয়জন আহত হয়েছেন।

নিহত আলাউদ্দিন কুমিল্লার বুড়িচংয়ের মৃত সুলতান আহমদের ছেলে। তিনি আমবাগান এলাকায় থাকেন। 

আলাউদ্দিনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আমীর হোসেন। তিনি জানিয়েছেন, গুলিবিদ্ধ অবস্থায় আলাউদ্দিনকে সকাল সাড়ে নয়টা হাসপাতালের আনা হয়। ১০টার দিকে তিনি মারা যান।

খুলশী থানার পরিদর্শক (তদন্ত) আফতাব হোসেন জানিয়েছেন, আলাউদ্দিন কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন, তা এখনো জানা যায়নি।

আরও সংবাদ