রাজধানী থেকে ৪ ভুয়া ডিবি আটক

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৩, ২০১৯, ০১:৫৮ পিএম রাজধানী থেকে ৪ ভুয়া ডিবি আটক

মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে ইরমান সুমন ও আলী আকবর নামে ভুয়া ডিবির দুই সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১২ অক্টোবর) রাতে তাদের আটক করা হয়।

র‍্যাব-২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী বলেন, মোহাম্মদপুর এলাকায় অনেক দিন ধরেই ভুয়া ডিবির এই দুই সদস্য নানা অপকর্ম করে আসছিল। আমাদের কাছে এ সংক্রান্ত কয়েকটি অভিযোগও আসে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

অন্যদিকে, আদাবর এলাকা থেকে মো. বাদল (৩০) ও রেজাউল (৩৫) নামে আরও দুই ভুয়া ডিবির সদস্যকে আটক করে পুলিশ।

শনিবার (১২ অক্টোবর) রাতে মোহাম্মদপুরের আদাবর এলাকায় ডিবি পরিচয়ে ছিনতাইকালে স্থানীয়রা তাদের আটক করে। পরে তাদের আদাবর থানা পুলিশে সোপর্দ করে।

আদাবর থানার উপ-পরিদর্শক এসআই আবু হেলাল বলেন, তারা ভুয়া ডিবি পরিচয়ে টাউন হল এলাকায় এক যুবকের কাছ থেকে টাকা ও মোবাইলফোন কেড়ে নেয়ার চেষ্টা করেছিল। কিন্তু ওই যুবকের চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে তাদেরকে আটক করে। পরে পুলিশ তাদের আটক করে নিয়ে আসে।

এইচএম/একেএস

আরও সংবাদ