• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৮, ২০১৯, ০৮:২৯ পিএম
সর্বশেষ আপডেট : মে ৮, ২০১৯, ০৮:২৯ পিএম

৪ ভুয়া গোয়েন্দা পুলিশ গ্রেফতার

৪ ভুয়া গোয়েন্দা পুলিশ গ্রেফতার

রাজধানীর পশ্চিম শেওড়াপাড়া এলাকা থেকে ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী চার জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডিবি লেখা জ্যাকেট, ১টি খেলনা পিস্তল, ওয়াকিটকি, হ্যান্ডকাফ জব্দ করা হয়।

বুধবার (৮ মে) বিকেলে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, সাইদ মিয়া, ফারুক মিয়া, আবুল কালাম ও রানা ওরফে রানা ইসলামকে গ্রেফতার করা হয়। এর আগে মঙ্গলবার (৭ মে) বিকেলে শেওড়াপাড়া ওলিমিয়ার টেক বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

ৎডিবি কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃতরা ওয়াকিটকি, হ্যান্ডকাফ, ডিবি লেখা জ্যাকেট ও পিস্তল নিয়ে ডিবি পরিচয়ে কালো কাঁচ লাগানো গাড়িতে করে ঢাকা মহানগরীর বিভিন্ন ব্যাংকের সামনে অবস্থান করে। ব্যাংক থেকে টাকা উত্তোলনকারী লোকদের টার্গেট করে তারা। ওই চক্রের কোন এক সদস্য সামনে এগিয়ে গিয়ে ডিবি পুলিশ পরিচয়ে গাড়িতে তোলে। তারপর সুবিধাজনক স্থানে নিয়ে ভয়-ভীতি দেখিয়ে মারধর করে টাকা পয়সা ও মূল্যবান মালামাল লুট করে তারা। 

এইচএম/এসএমএম