জি কে শামীমের ঘনিষ্ঠ গণপূর্তের ১১ প্রকৌশলীকে দুদকে তলব

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০১৯, ০৫:৫০ পিএম জি কে শামীমের ঘনিষ্ঠ গণপূর্তের ১১ প্রকৌশলীকে দুদকে তলব

ক্যাসিনো ইস্যুতে শুদ্ধি অভিযানে গ্রেফতার হওয়া বিতর্কিত ঠিকাদার জি কে শামীমের ঘনিষ্ঠ গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দেসহ ১১ প্রকৌশলীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে জি কে শামীমের সঙ্গে যোগাযোগ এবং শত শত কোটি টাকা লেনদেনসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক নোটিশে ওই ১১ প্রকৌশলীকে দুদকে তলব করা হয়।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের পাশাপাশি ১১ প্রকৌশলীর বিরুদ্ধে বিদেশে টাকা পাচার করার অভিযোগও রয়েছে।

দুদকে তলব করা প্রকৌশলীরা হলেন- তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মো. রোকন উদ্দিন ও জনাব আব্দুল মোমেন চৌধুরী, নির্বাহী প্রকৌশলী স্বপন চাকমা, মো. শওকত উল্লাহ, মোহাম্মদ ফজলুল হক, আব্দুল কাদের চৌধুরী, মোহাম্মদ আফসার উদ্দিন, মোহাম্মদ ইলিয়াছ হোসেন ও ফজলুল হক মধুসহ উপ-সহকারী প্রকৌশলী আলী আকবর সরকার।

নোটিশে উল্লিখিত প্রকৌশলীদের দুদকে এসে অনুসন্ধান দলের কাছে নির্দিষ্ট দিনে বক্তব্য দেয়ার অনুরোধ জানানো হয়েছে।

এইচএস/টিএফ

আরও সংবাদ