সিনহার মৃত্যু

মঙ্গলবার থেকে কাজ শুরু তদন্ত কমিটির

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৩, ২০২০, ০৭:৫৪ পিএম মঙ্গলবার থেকে কাজ শুরু তদন্ত কমিটির
সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা রাশেদ খান ● ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহার মৃত্যুর ঘটনায় মঙ্গলবার (৪ আগস্ট) থেকে কাজ শুরু করবে তদন্ত কমিটি। এই কমিটির নেতৃত্ব দেবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান।

সোমবার (৩ আগস্ট) চট্টগ্রাম সার্কিট হাউসে এই তথ্য জানান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ।

এ সময় তিনি আরও জানান, কমিটিতে রামু সেনানিবাসের একজন প্রতিনিধি, কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির একজন প্রতিনিধি থাকবেন। কমিটি খুব অল্প সময়ের মধ্যেই এই ঘটনায় কার কতোটা দায় সেটা বের করে প্রতিবেদন দেবে। এক্ষেত্রে দোষীদের কিছুতেই ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।

আইন-শৃঙ্খলাবাহিনীর একটি তদন্তে বেরিয়ে এসেছে ঘটনাস্থলে মেজর সিনহার যাওয়া ও খুন হওয়ার বর্ণনা। সে প্রতিবেদনে উঠে এসেছে সাব ইন্সপেক্টর লিয়াকত শাপলাপুর পুলিশ চেকপোস্ট এলাকায় পিস্তল দিয়ে মেজর সিনহার শরীরে ৩ থেকে ৪ রাউন্ড গুলি করেন। ঘটনাস্থলেই মারা যান মেজর সিনহা। পরে টেকনাফ থানা থেকে কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে গাড়িতে থাকা কাগজপত্র দেখে নিশ্চিত হন নিহত ব্যক্তি মেজর সিনহা। পরে ওসি প্রদীপ কুমার তার  ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন।

কেএপি

আরও সংবাদ