পেঁয়াজের ফলন বাড়াতে তাগিদ কৃষিমন্ত্রীর 

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৩০, ২০১৯, ০১:০৫ পিএম পেঁয়াজের ফলন বাড়াতে তাগিদ কৃষিমন্ত্রীর 
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক- ছবি: সংগৃহীত

পেঁয়াজের চাহিদা মেটাতে ফলন বৃদ্ধির ওপর তাগিদ দিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, পেঁয়াজের ফলন বাড়ালে আমদানি নির্ভরতা কম আসবে।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

কৃষিমন্ত্রী বলেন, আমাদেরও ভুল ছিল। অনেক পেঁয়াজ নষ্ট হওয়ার বিষয়টি জেনে আগেই পদক্ষেপ নেয়া প্রয়োজন ছিল। আমাদের এই সমস্যার মধ্যেই ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়ায় আমরা বর্তমান অবস্থার সম্মুখীন হয়েছি। তা না হলে পেঁয়াজ আমাদের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকতো।

এসময় কৃষিমন্ত্রী দেশের কৃষকদের আগামী মৌসুমে বর্তমান সময়ের চেয়ে পেঁয়াজ উৎপাদন বাড়ানোর আহ্বান জানান।

এমএএম/টিএফ

আরও সংবাদ