পেঁয়াজ রফতানি বন্ধ করলো ভারত

জাগরণ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২০, ১২:০৯ এএম পেঁয়াজ রফতানি বন্ধ করলো ভারত
ফাইল ছবি

দেশের পেঁয়াজের বাজারে যখন অস্থিরতা চলছে, ঠিক তখন কোনও ঘোষণা ছাড়াই রফতানি বন্ধ করলো ভারত। স্থানীয় বাজার স্থিতিশীল রাখতেই রফতানি বন্ধের আনুষ্ঠানিক নির্দেশনা জারি করে ভারত সরকার। ফলে দেশের তিনটি প্রধান স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আসছে না।

রফতানি বন্ধের পরপরই রাজধানীর বিভিন্ন বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৪ থেকে ৫ টাকা পর্যন্ত।

নিজেদের বাজার সামাল দিতে গত বছর ১৩ সেপ্টেম্বর পেঁয়াজ রফতানিতে ন্যূনতম মূল্য টনপ্রতি ৮৫০ ডলার বেঁধে দেয় ভারত। এরপর ৩০ সেপ্টেম্বর রফতানিই বন্ধ করে দেয় দেশটি। দেশের বাজারে পেঁয়াজের দাম ওঠে ৩০০ টাকা পর্যন্ত।

পরবর্তীতে মার্চ মাসে পেঁয়াজ রফতানির নিষেধাজ্ঞা তুলে নেয় ভারত। কিন্তু সম্প্রতি ভারতের বিভিন্ন প্রদেশে অতিবৃষ্টি ও বন্যায় পেঁয়াজের উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে পেঁয়াজের সরবরাহ কমায় এবং মূল্যবৃদ্ধি রুখতে সোমবার (১৪ সেপ্টেম্বর) থেকে সব ধরনের পেঁয়াজ রফতানি বন্ধ করে ভারত।

এর আগে, রফতানি নিরুৎসাহিত করতে পেঁয়াজের প্রতি টন আড়াইশো ডলারে আমদানি হলেও সোমবার তা চাওয়া হয় ৭৫০ ডলার।

গত বছরের মত পেঁয়াজের বাজার অস্থিতিশীল না হয়, সেজন্য মিশর, তুরস্কসহ অন্যান্য বিকল্প দেশগুলো থেকে দ্রুত পেঁয়াজ আমদানির পরামর্শ সংশ্লিষ্টদের।

কেএপি

আরও সংবাদ