কানাডায় বিমান দুর্ঘটনা: নিহত ৪, আহত ৫

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৭, ২০১৯, ০৩:০১ পিএম কানাডায় বিমান দুর্ঘটনা: নিহত ৪, আহত ৫

কানাডার ভ্যানকোভার দ্বীপ নিকটবর্তী অঞ্চলে ছোট একটি ভাসমান বিমান (ফ্লোটিং প্লেন) বিধ্বস্ত হয়ে ৪ জন নিহত ও ৫ জন আহত হয়েছে বলে খবরে জানা গেছে। শুক্রবার (২৬ জুলাই) স্থানীয় সময় সকালে কানাডার ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এক বিবৃতিতে এই দুর্ঘটনার তথ্য জানিয়েছে। জিনহুয়া

বিবৃতিতে জানানো হয়, কানাডার ভ্যাঙ্কোভার দ্বীপের নিকট এডেনব্রোক দ্বীপে 'দ্য সিসনা ২০৮ কারাভান' নামের ভাসমান বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় ওই বিমানে পাইলটসহ নয়জন ছিল। 'দ্য সিসনা ২০৮ কারাভান' বিমানগুলো সিঙ্গেল ইঞ্জিনের টার্বোপ্রোপ বিমান যা ১৪ জন পর্যন্ত যাত্রী বহন করতে পারে।

দুর্ঘটনাকবলিত বিমানটির মালিক প্রতিষ্ঠানের নাম ভ্যাঙ্কোভার সিয়ার সিপ্লেন। বিমানটি কালভার্ট দ্বীপের দিক যাচ্ছিলো যা এডেনব্রোক দ্বীপ থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত।

দুর্ঘটনার পর বিধ্বস্ত বিমানের আরহীদের উদ্ধারে কানাডার সামরিক বিমান, হেলিকপ্টার এবং তিনটি কোস্ট গার্ড জাহাজ পাঠানো হয়। আহত পাঁচজনকে ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 
এসকে

আরও সংবাদ