চীনে ওয়াটার পার্ক ‘সুনামি’তে আহত ৪৪

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ১, ২০১৯, ১০:২৫ এএম চীনে ওয়াটার পার্ক ‘সুনামি’তে আহত ৪৪

 

দুপুরেও যে বিনোদন পার্ক ছিল দর্শনার্থীদের কাছে আনন্দের, বিকেলে সেটাই যেন হয়ে উঠল ভয়াবহ দুঃস্বপ্ন। আচমকাই ওয়েভ মেশিন অকেজো হয়ে পড়ায় উত্তর চিনের একটি ওয়াটার পার্কে দেখা দেয় সুনামির মতোই প্রবল জলোচ্ছ্বাস। খবর, হঠাৎ, জলের পরিমাণ বেড়ে গিয়ে সুনামি হওয়ায় ঘটনাস্থলেই গুরুতর আহত হন কমপক্ষে ৪৪ জন দর্শনার্থী।

চীনের ওই সুইয়ান ওয়াটার পার্কের ভারপ্রাপ্ত অফিসারেরা জানিয়েছেন, আচমকাই খারাপ হয়ে যায় পার্কের ওয়েভ মেশিনটি। ফলে, জমানো পানির পরিমাণ হু-হু করে বাড়তে থাকে। খবর পেতেই পার্কের কর্মীরা মেশিন সারানোর কাজ শুরু করেন। কিন্তু ততক্ষণে জমে যাওয়া বাড়তি পানি বেরোতে না পারায় ওয়াটার পার্কে দেখা দেয় সুনামি।  

অঘটনের ভিডিও যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার হতেই দেখা গেছে, জলের তোড়ে ভেসে যাচ্ছেন বিনোদন পার্কে আসা বহু মানুষ। জল ওয়াটার পার্ক ছাপিয়ে উঠে এসেছে রাস্তায়।  যাঁরা সাঁতারু তারা কোনো মতে নিজেদের বাঁচিয়ে উঠে আসেন। ভয়ে ততক্ষণে আর্তনাদ জুড়ে দেন ছোট-থেকে বড় সবাই। একজন মহিলা ঢেউয়ের ধাক্কায় আছড়ে এসে পড়েন রাস্তার ওপর। তার হাঁটু কেটে রক্তারক্তি অবস্থা হওয়ায় দ্রুত নিয়ে যাওয়া হয় স্থানীয় চিকিৎসা কেন্দ্রে।

দুর্ঘটনার পরে আপাতত বন্ধ রয়েছে ওয়াটার পার্কটি। কীভাবে এবং কেন ঘটল এই দুর্ঘটনা? খতিয়ে দেখছে প্রশাসন।

সূত্র : শিনহুয়া

এসজেড

আরও সংবাদ