আফগানিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ৭

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৩, ২০১৯, ০২:৪৬ পিএম আফগানিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ৭

যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তানের রাজধানী কাবুলে এক গাড়িবোমা বিস্ফোরণের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৭ জনের প্রাণহানিসহ বেশকিছু লোক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বুধবার (১৩ বুধবার) দেশটির কর্তৃপক্ষের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, বুধবার (১৩ নভেম্বর) সকালে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংলগ্ন ব্যস্ত সড়কে এই গাড়িবোমা হামলাটি চালানো হয়।

এ দিকে আফগান সরকারের মুখপাত্র নাসরত রাহিমি বলেন, ‘গত মঙ্গলবার (১২ নভেম্বর) সরকারের পক্ষ থেকে সশস্ত্র বিদ্রোহী সংগঠন তালিবানের জ্যেষ্ঠ দুই কমান্ডার ও হাক্কানি জঙ্গি গোষ্ঠীর এক নেতাকে মুক্তির ঘোষণা দেওয়া হয়েছিল। মূলত এর মাত্র একদিনের মাথায় বিধ্বংসী এই হামলাটি চালানো হয়। যদিও এখন পর্যন্ত কোনো গোষ্ঠী কিংবা সংগঠন মর্মান্তিক এ হামলার দায় স্বীকার করেনি।’

অপর দিকে প্রেসিডেন্ট আশরাফ ঘানি গত মঙ্গলবার ঘোষণা করেছিলেন, ‘তালিবানের হাত থেকে দুইজন পশ্চিমা জিম্মিকে মুক্তির বিনিময়ে গোষ্ঠীটির তিন সদস্যকে ছেড়ে দেওয়া হবে।’ 

তিনি আরও বলেন, ‘এদের মধ্যে তালিবানের জ্যেষ্ঠ নেতা আনাস হাক্কানির নামও রয়েছে। যাকে ২০১৪ সাল থেকে বন্দি অবস্থায় রাখা হয়েছে।’

বিশ্লেষকদের মতে, আফগান সরকারের এই বন্দি বিনিময়ের পদক্ষেপ দেশটিতে চলমান সহিংসতার মাত্রা কমিয়ে আনতে পারে।

এসকে

আরও সংবাদ