ইরাকে বিক্ষোভে অস্ত্রধারীদের হামলায় পুলিশসহ নিহত ১৯

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০১৯, ০২:৫৭ পিএম ইরাকে বিক্ষোভে অস্ত্রধারীদের হামলায় পুলিশসহ নিহত ১৯

ইরাকের রাজধানী বাগদাদে চলমানা বিক্ষোভের মাঝে অজ্ঞাতা অস্ত্রধারীদের হামলায় পুলিশসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। এদের মধ্যে অধিকাংশই বিক্ষোভকারী। নিহতদের মধ্যে তিন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।   এপি

সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (৬ ডিসেম্বর) বিক্ষোভকারীদের ওপর অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালায়। এতেই এই হতাহতের ঘটনা ঘটেছে।

জানা গেছে, এই হামলায় ৭০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভে এই প্রথম এমন হামলার ঘটনা ঘটল। এর আগে বিক্ষোভকারীদের প্রতিহত করতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সরাসরি গুলি চালিয়েছেন। তবে অজ্ঞাত অস্ত্রধারীদের হামলা এই প্রথম। 

উল্লেখ্য, গত অক্টোবর থেকে ইরাকে সরকারবিরোধী বিক্ষোভ করে যাচ্ছে বিক্ষোভকারীরা। প্রথমদিকে বিক্ষোভ স্বাভাবিক থাকলেও পরবর্তীকালে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ফলে সহিংসতা শুরু হয়।

এসকে

আরও সংবাদ