ইতালিতে পাস হলো অবৈধ অভিবাসীদের বৈধকরণ অধ্যাদেশ

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ১৫, ২০২০, ০২:১৯ পিএম ইতালিতে পাস হলো অবৈধ অভিবাসীদের বৈধকরণ অধ্যাদেশ

ইতালিতে চূড়ান্তভাবে পাস হলো অবৈধ অভিবাসীদের বৈধকরণ অধ্যাদেশ। সেখানে বসবাসরত অবৈধ অভিবাসী শ্রমিকদের ভাগ্যের চাকা শর্তসাপেক্ষে খুলছে দুটি সুনির্দিষ্ট ক্যাটাগরিতে।

প্রথমত যারা চলতি বছরের ৮ মার্চের আগে থেকে কৃষিকাজ কিংবা বৃদ্ধদের সেবা ও বাসাবাড়ির কাজে নিয়োজিত ছিলেন তারাই বৈধ হবার সুযোগ পাবেন। এক্ষেত্রে কাজের মালিকরা উপযুক্ত প্রমাণ সহ সরকারি ট্যাক্স ৪০০ ইউরো জমা দিয়ে ১ জুন থেকে ১৫ জুলাইয়ের মধ্যে আবেদন করতে পারবেন।

কাজের কন্ট্রাক্ট যতদিনের করা হবে ততো সময়ের জন্যই সংশ্লিষ্ট শ্রমিককে স্টে পারমিট দেয়া হবে।

অধ্যাদেশ মোতাবেক কাজের কন্ট্রাক্ট বা মালিক ছাড়াও অবৈধ অধিবাসীরা সরাসরি ক্যাটাগরিতে ইতালিতে বৈধতার আবেদনপত্র জমা দিতে পারবেন মাত্র ১৬০ ইউরো দিয়ে। যাদের স্টে পারমিট ২০১৯ সালের ৩১ অক্টোবরের আগে মেয়াদোত্তীর্ণ হয়ে গিয়েছিল, এই ক্যাটাগরিতে শুধু তারাই কাজ খোঁজার জন্য ৬ মাসের বিশেষ স্টে পারমিট পাবেন।

কাজ খুঁজে পেলে তা পরিবর্তন করে নেয়া যাবে সাধারণ স্টে পারমিট হিসেবে।

এসএমএম

আরও সংবাদ