করোনা সহনশীলতায় শীর্ষ বিশে বাংলাদেশ

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২০, ০২:২৮ পিএম করোনা সহনশীলতায় শীর্ষ  বিশে বাংলাদেশ

বিশ্বে করোনা প্রতিরোধে সফল দেশগুলোর তালিকা প্রকাশ করছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ। করোনা পরিস্থিতি মোকাবেলাসহ সামাজিক অগ্রগতির বিভিন্ন সূচকে তালিকায় উঠে এসেছে বিশ্বে বসবাসে উপযোগী দেশগুলোর নাম।

শীতের শুরুতে বিশ্বজুড়ে করোনার প্রকোপ বৃদ্ধি পেলেও যেসব দেশে করোনা আক্রান্ত ও মৃত্যুহার এখনো সহনীয় পর্যায়ে আছে সেসব দেশই এবারের তালিকায় স্থান পেয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কেবল বাংলাদেশই এই তালিকায় শীর্ষ ২০ দেশের মধ্যে রয়েছে।

বরাবরের মতো করোনা প্রতিরোধে সবচেয়ে সফল দেশ নিউজিল্যান্ড এবারও তালিকার শীর্ষে অবস্থান করছে। মোট ৮৫ দশমিক ৬ পয়েন্ট পেয়ে প্রথম হয়েছে নিউজিল্যান্ড। এদিকে চমক দেখিয়েছে এশিয়ার দেশ তাইওয়ান। জাপান ও দক্ষিণ কোরিয়াকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থান দখল করেছে দেশটি। চার ধাপ এগিয়ে অস্ট্রেলিয়া তৃতীয়, দুই ধাপ এগিয়ে নরওয়ে চতুর্থ আর ছয় ধাপ এগিয়ে সিঙ্গাপুর পঞ্চম অবস্থানে রয়েছে। অবনমন ঘটেছে ফিনল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন আর ডেনমার্কের। দুই ধাপ এগিয়ে কানাডা আছে ১১তম অবস্থানে।

মহামারির সূচকে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুহার নিয়ন্ত্রণে বাংলাদেশ এগিয়ে থাকলেও টিকা প্রাপ্তির সম্ভাবনার সূচকে পিছিয়ে আছে। অন্যদিকে, জীবনযাত্রার মান নির্ণায়ক সূচকগুলোর মধ্যে জিডিপি আর যোগাযোগ ব্যবস্থার গতির দিক থেকে এগিয়ে থাকলেও বাংলাদেশ এখনো পিছিয়ে আছে জনজীবনে লকডাউনের প্রভাব আর স্বাস্থ্যসেবার মানের দিক থেকে। তাই তালিকায় ১০০-তে ৫৯ দশমিক ২ নম্বর পেয়ে বাংলাদেশের অবস্থান ২০ তম। দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলোর মধ্যে পাকিস্তান ২৯ ও ভারত ৩৯ তম অবস্থানে আছে।

অন্যদিকে ২ ধাপ পিছিয়ে যুক্তরাজ্য ৩০তম ও ১৯ ধাপ পিছিয়ে যুক্তরাষ্ট্র ৩৭ তম অবস্থানে রয়েছে। ৩৫ দশমিক ৩ পয়েন্ট নিয়ে তালিকার সবার পেছনে ৫৩ তম অবস্থানে আছে মেক্সিকো। বিশ্বব্যাপী করোনা সংক্রমণ শুরুর পর থেকে প্রতি মাসে সামাজিক ও অর্থনৈতিক মানদণ্ডে মহামারি মোকাবেলায় সফল দেশের তালিকা প্রকাশ করে আসছে ব্লুমবার্গ।

আরও সংবাদ