সাগরে ডুবে ১৫ শরণার্থীর মৃত্যু, উদ্ধার ৯৫

জাগরণ ডেস্ক প্রকাশিত: মার্চ ১, ২০২১, ০৮:৪৮ পিএম সাগরে ডুবে ১৫ শরণার্থীর মৃত্যু, উদ্ধার ৯৫

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে লিবিয়ার ১৫ শরণার্থীর মৃত্যু হয়েছে, উদ্ধার করা হয়েছে অন্তত ৯৫ জনকে। আন্তর্জাতিক শরণার্থী সংস্থা, আইওএমের সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা। 

ইউরোপে প্রবেশের উদ্দেশ্যে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে গত দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয় নৌকাডুবির ঘটনা ঘটলো। আইএমওর মুখপাত্র সাফা মসেলি জানান, শুক্রবার লিবিয়ার যাউইয়া শহর থেকে লিবিয় শরণার্থীদের এই নৌকাটি ইউরোপের উদ্দেশ্যে রওনা করে। রবিবার তাদের নৌকাটি অকেজো হয়ে পড়লে ডুবন্ত যাত্রীদের উদ্ধার করে দেশটির কোস্টগার্ড।

গত ২০ ফেব্রুয়ারি লিবিয়ার আরেকটি শরণার্থীবাহী নৌকা ডুবে অন্তত ৪১ শরণার্থীর মৃত্যু হয়। এর আগে শনিবার উদ্ধার হয় আরো ১৫০ জন।

২০১১ সালে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের পরই দেশটিতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়। ফলে মানব পাচারকারীদের মাধ্যমে উন্নত জীবনের আশায় ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করতে থাকেন দেশটির দরিদ্র লোকজন।

আইএমও জানায়, ২০১২ সাল থেকে এ পর্যন্ত ভূমধ্যসাগরে ডুবে ২০ হাজার শরণার্থীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২০২০ সালেই মারা গেছেন ১২০০ এর বেশি অভিবাসী ও আশ্রয়প্রার্থী।

আরও সংবাদ