তাজমহলে বোমা হামলার আতঙ্ক

জাগরণ ডেস্ক প্রকাশিত: মার্চ ৪, ২০২১, ০৫:১৮ পিএম তাজমহলে বোমা হামলার আতঙ্ক

“অল্প কিছুক্ষণের মধ্যেই তাজমহলে বড় ধরনের বিস্ফোরণ হতে যাচ্ছে।” বৃহস্পতিবার পুলিশের কাছে এমন একটি ফোনকলের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে ভারতের আগ্রায়। মুহূর্তের মধ্যে পৃথিবীর সপ্তাশ্চর্যের মধ্যে অন্যতম ঐতিহাসিক নিদর্শন তাজ মহল ঘিরে ফেলা হয় নিরাপত্তার চাদরে।

বিস্ফোরণের আশঙ্কায় দ্রুত সরিয়ে ফেলা হয় পর্যটকদের। বোমা নিষ্ক্রিয়কারী দল নিয়ে ব্যাপক তল্লাশি চালায় পুলিশ। কিন্তু কোথাও পাওয়া যায়নি সেই বোমা।

আগ্রার পুলিশকে এমন এক মিথ্যা হুমকি দিয়ে বিপাকে ফেলেছে উত্তর প্রদেশের কাশগঞ্জের বাসিন্দা বিমল কুমার সিং। পুলিশের দাবি মানসিকভাবে অসুস্থ বিমল স্রেফ হয়রানি করতেই পুলিশকে ফোন করেন।

আটকের পর এই হুমকিদাতাকে জিজ্ঞাসাবাদের জন্য ফিরোজাবাদ থানায় নেওয়া হয়েছে। আগ্রার অতিরিক্ত ডিজি সাতিশ গণেশ ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে এসব তথ্য জানান।

বেলা ১১টার দিকে এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল তাজমহল। পরে পুলিশের তল্লাশিতে কোনো ধরনের বিস্ফোরকের সন্ধান না পাওয়ায় জনসাধারণের জন্য স্থানটি উন্মুক্ত করে দেওয়া হয়।

আরও সংবাদ