ক্লাসরুমে আগুন, পুড়ে মরল ২০ শিশু

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২১, ১০:৩৯ পিএম ক্লাসরুমে আগুন, পুড়ে মরল ২০ শিশু

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের একটি স্কুলের খড়ের তৈরি ক্লাসরুমে অগ্নিকাণ্ডে ২০ শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় নাইজারের রাজধানী নিয়ামের পাশে এক গ্রামে এই দুর্ঘটনা ঘটে। বুধবার (১৪ এপ্রিল) এই তথ্য প্রকাশ করে বিভিন্ন সংবাদমাধ্যম।

ওয়াশিংটন পোস্ট জানায়, অগ্নিদগ্ধ শিশু শিক্ষার্থীদের বয়স ৭ থেকে ১৩ বছর। স্কুল কর্তৃপক্ষ জানায়, ভবনে জায়গা সংকুলান না হওয়ায় স্কুলের মূল ভবনের বাইরে খড়ের অস্থায়ী ক্লাসরুমে পাঠদান করা হতো। মঙ্গলবার ক্লাস চলাকালীন বাইরের কোনো উৎস থেকে সৃষ্ট আগুন ঝোড়ো বাতাসের কারণে স্কুলে ছড়িয়ে পড়ে। এ সময় বাচ্চারা ভেতরে আটকা পড়ে আগুনে পুড়ে মারা যায়।

আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হতে পারেনি স্কুল কর্তৃপক্ষ। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

বুধবার স্কুল পরিদর্শন শেষে অভিভাবকদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান নাইজারের প্রধানমন্ত্রী উহোমৌদৌ মাহামাদু। জাতিসংঘের ১৮৯ সদস্যরাষ্ট্রের মধ্যে সবচেয়ে দরিদ্র দেশ নাইজার। দেশটির কয়েক হাজার স্কুল খড় দিয়ে তৈরি।

আরও সংবাদ