• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২১, ০৪:৩৬ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৪, ২০২১, ০৫:০২ পিএম

কুম্ভ মেলায় করোনার হানা, আক্রান্ত ২৯৪

কুম্ভ মেলায় করোনার হানা, আক্রান্ত ২৯৪

ভারতে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ কুম্ভ মেলায় দুই দিনে অন্তত ২৯৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নয়জন ধর্মগুরুও রয়েছেন বলে জানিয়েছে বিবিসি। এছাড়াও হরিদ্বারের আয়োজন কর্তৃপক্ষও এই তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবার প্রায় ত্রিশ লাখ মানুষ কুম্ভ মেলায় অংশ নিতে এসে উত্তরাখণ্ড রাজ্যের হরিদ্বারের গঙ্গা নদীর পানিতে পুণ্যস্নান করেছেন। এমনকি বুধবারেও (১৪ এপ্রিল) আরও বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণের কথা রয়েছে। 

এদিকে গত ২৪ ঘন্টায় ভারতে দেড় লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার সর্বোচ্চ শনাক্ত হয় এক লাখ ৮৪ হাজার ৩৭২ জন। সংক্রমণের এই রেকর্ডের মাঝেই এতো বড় জনসমাবেশ আয়োজন করে সমালোচনার মধ্যে পড়েছে ভারত সরকার।

কুম্ভ মেলা কর্তৃপক্ষ জানায়, বুধবার মেলার মূল আয়োজনে অন্তত নয় লাখ মানুষ অংশ নিচ্ছেন। যদিও মঙ্গলবার অন্তত ২০ হাজার জনকে পরীক্ষা করে ১১০ জন করোনা আক্রান্তকে শনাক্ত করেছে তারা।

এর আগে সোমবারও ১৮৪ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়ে। আক্রান্তদেরকে দ্রুত আইসলেশনে ও হরিদ্বার শহরের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।