উত্তর প্রদেশে লকডাউন

মাস্ক না পরলে জরিমানা ১০ হাজার

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২১, ০৫:৩২ পিএম মাস্ক না পরলে জরিমানা ১০ হাজার

ভারতের সর্বোচ্চ করোনা সংক্রমণের রাজ্যগুলোর মধ্যে অন্যতম উত্তর প্রদেশে সংক্রমণ রোধে রোববার থেকে লকডাউন জারি করা হচ্ছে। এছাড়া কঠোর বিধিনিষেধের আওতায় কেউ মাস্ক না পরলে গুনতে হবে বিশাল অঙ্কের জরিমানা।

শুক্রবার (১৬ এপ্রিল) এনডিটিভি জানায়, উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌতে কেউ প্রথমবার মাস্ক ছাড়া ধরা পড়লে এক হাজার রুপি জরিমানা করবে পুলিশ। তবে একই ব্যক্তি দ্বিতীয়বার ধরা পড়লে তার জরিমানা হবে ১০ হাজার রুপি।

রাজ্যের মুখ্যমন্ত্রী যোগি আদ্রিত্যনাথ রোববার থেকে এসব নির্দেশ কার্যকরের ঘোষণা দিয়েছেন। তিনি জানান, লকডাউনে জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সব কার্যক্রম বন্ধ থাকবে। ১৫ মে পর্যন্ত স্কুলগুলোও বন্ধ রাখা হবে। এছাড়া বোর্ড পরীক্ষাও বন্ধ থাকবে এই সময়।

বৃহস্পতিবা টানা দ্বিতীয় দিন রাজ্যে সর্বোচ্চসংখ্যক করোনা রোগী শনাক্ত ও মৃত্যুর পর এসব নির্দেশনা জারি করলো রাজ্য সরকার। এছাড়া ১০টি জেলায় সন্ধা ৭টা থেকে সকাল ৮টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

আরও সংবাদ