আটক রুশ নেতা নাভালনি হাসপাতালে

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২০, ২০২১, ০৫:১৭ পিএম আটক রুশ নেতা নাভালনি হাসপাতালে

রাশিয়ায় আটক বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) গার্ডিয়ান জানায়, অনশনে থাকা এই নেতা হার্ট অ্যাটাকে কিংবা কিডনি বিকল হয়ে মারা যেতে পারেন –এমন আশঙ্কায় দ্রুত ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।

পুতিন্স সরকারের কট্টর সমালোচক হিসেবে জনপ্রিয় ৪৪ বছর বয়সী এই নেতা কয়েক মাস ধরেই আটক রয়েছেন। অসুস্থতার জন্য চিকিৎসাসেবা না পেয়ে ৩১ মার্চ থেকে কারাগারে অনশন শুরু করেন তিনি।

ডাক্তাররা কারাগারে নাভালনির মৃত্যু ঝুঁকিতে রয়েছেন বলে সতর্ক করেন। এ নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে রুশ সরকার।

এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, নাভালনি এখন ঝুঁকিমুক্ত আছেন। তবে সমর্থকদের দাবি নাভালনির রিপোর্টে তথ্য গোপন করেছে সরকার।

এদিকে বুধাবারও নাভালনির মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছে মস্কোতে। এসময় পুলিশের সঙ্গে বিক্ষভকারীদের কয়েক দফা সংঘর্ষ হয়।

আরও সংবাদ