গত ২৪ ঘণ্টায় ভারতে ৩ লাখ ৩২ হাজার ৭৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২ হাজার ২৬৩ জন করোনা রোগীর।
এ নিয়ে টানা দ্বিতীয় দিন বিশ্বের সর্বোচ্চ সংক্রমণ ধরা পড়লো দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনবহুল দেশটিতে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ভারতে দুই দিনে আক্রান্ত ছয় লাখের বেশি। বুধবারও দেশটিতে আক্রান্ত হয় ৩ লাখ ১৫ হাজার ৯২৫ জন।
এদিকে শুক্রবার (২৩ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, এ পর্যন্ত বিশ্বের আর কোন দেশে দুই দিনে এত বেশি সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়নি। ফলে পরিস্থিতির উন্নতি না হলে তিন দিনে সংক্রমণ ১০ লাখে উন্নীত হবে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞরা।
গত ১৭ দিন ধরেই শনাক্তের সংখ্যা ছিল লাখের ওপর। আর ১৫ দিন ধরে ১৫ হাজারের ওপর করোনা রোগীর মৃত্যু হচ্ছে। সর্বোচ্চ সংক্রমণের অঞ্চলগুলোর মধ্যে উত্তর প্রদেশ, কেরালা, দিল্লি, কর্ণাটকসহ বেশ কিছু রাজ্য।