নাগরিক তালিকা হালনাগাদ করছে আসাম

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ১৩, ২০২১, ০৯:৩৪ পিএম নাগরিক তালিকা হালনাগাদ করছে আসাম

২০১৯ সালের খসড়া নাগরিক তালিকা, এনআরসি পুনরায় যাচাই-বাছাই করতে সুপ্রিম কোর্টে আবেদনে করেছে আসামের রাজ্য সরকার। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, জাতীয় নাগরিক নিবন্ধের তালিকায় ‘বড় ধরনের অনিয়ম’ হয়েছে উল্লেখ করে এটি পুনরায় যাচাই-বাছাই করা উচিৎ আদালতে দায়ের করা আবেদনে উল্লেখ করেছেন আসামের এনআরসি সমন্বয়ক হিতেশ দেব শর্মা। 

নাগরিকত্ব প্রমাণের জন্য পর্যাপ্ত তথ্য প্রমাণ সরবরাহ না করায় আগের তালিকায় ১৯ লাখ নাগরিক বাদ পড়েন। তবে তালিকায় নাম অন্তর্ভুক্ত করার সময় অনেক যোগ্য নাগরিকদেরকেও বাদ দেওয়া হয়েছে বলে দাবি করছে রাজ্য সরকার।

রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক টুইটে জানান, “১৯৭১ সালের আগে বাংলাদেশ থেকে আসা অনেক শরণার্থীকে এনআরসি তে অন্তর্ভুক্ত করা হয়নি। শরণার্থী নিবন্ধনপত্র দেওয়ার পরেও কর্তৃপক্ষ তাদের আবেদন নাকচ করে। এছাড়াও কারসাজির মাধ্যমে অবৈধ নাগরিকরাও নাম অন্তর্ভুক্ত করেছিলেন বলে অভিযোগ রয়েছে।”

বিধানসভা নির্বাচনে জিতে গত সপ্তাহে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার সময়েই বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোর নাগরিকদের বৈধতা যাচাইয়ের ঘোষণা দিয়েছিলেন বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা। যদিও এর আগে ভারতে নাগরিক তালিকা নিয়ে ব্যাপক আন্দোলন ও সমালোচনা হয়।

আরও সংবাদ