সহিংসতা বন্ধে ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূত

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ১৫, ২০২১, ০৩:৫১ পিএম সহিংসতা বন্ধে ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূত

ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত বন্ধের উদ্দেশ্যে তেল আবিব পৌঁছেছেন মার্কিন রাষ্ট্রদূত হ্যাডি আমর। শনিবার (১৫ মে) বিবিসি জানায়, এই ইস্যুতে উভয় পক্ষের সঙ্গে বৈঠকের পাশাপাশি জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন তিনি।

চলমান সংকটের দীর্ঘস্থায়ী সমাধানের জন্য গাজায় শান্তি ফিরিয়ে আনার ব্যাপারে বিশেষ জোর দেবেন এই মার্কিন কূটনীতিক। রোববার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে এই সফর সংকট সমাধানে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এদিকে শুক্রবার পশ্চিম তীরে ইসরায়েলের সেনাবাহিনী অভিযানের প্রস্তুতি নেওয়ার পর ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় ফিলিস্তিনিরা পেট্রলবোমা নিক্ষেপ করায় ইসরায়েলি বাহিনী টিয়ার গ্যাস, রাবার বুলেট এবং আগুন ব্যবহার করে। সংঘর্ষে অন্তত ১১ ফিলিস্তিনি নিহত এবং শতাধিক আহত হন।

এছাড়া শনিবার হামাসের রকেট হামলার জবাবে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ১০ জন নিহত হন।

সোমবার সংঘর্ষ শুরুর পর থেকে গাজায় কমপক্ষে ১৩৩ ফিলিস্তিনি এবং ৮ ইসরায়েলি নিহত হয়েছেন। ২০১৪ সালের পর এটিই এই উপত্যকায় সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনা।

আরও সংবাদ