ইসরায়েলি হামলায় বিধ্বস্ত আল-জাজিরা অফিস

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ১৫, ২০২১, ০৬:৫৩ পিএম ইসরায়েলি হামলায় বিধ্বস্ত আল-জাজিরা অফিস

গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার অফিস বিধ্বস্ত হয়েছে। ভবনটিতে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এসোসিয়েটেড প্রেস, এপিরও অফিস ছিল বলে জানিয়েছে বিবিসি।

যদিও আল-জাজিরা জানায়, হামলার আগে ইসরায়েলের সেনাবাহিনী তাদের সতর্ক করে এবং ভবনটি থেকে সবাই নিরাপদ দূরত্বে সরে আসেন। ক্ষতিগ্রস্ত ভবনটিতে বেশ কিছু এপার্টমেন্ট ও অফিস ছিল। তবে এখনো পর্যন্ত প্রাণহানির কোন খবর পাওয়া যায়নি।

জেরুজালেমে হামাসের হামলার জবাবে পাঁচ দিন ধরে দফায় দফায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। সংঘর্ষ শুরুর পর থেকে গাজায় কমপক্ষে ১৪০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

এদিকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার সংঘর্ষ বন্ধে শনিবার (১৫ মে) তেল আবিব সফরে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত হ্যাডি আমর। জাতিসংঘ, রাশিয়া, তুরস্কসহ বেশ কয়েকটি দেশ ইসরায়েলকে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে।

আরও সংবাদ