জেলখানায় করোনা, থাইল্যান্ডে সংক্রমণ বেড়ে দ্বিগুণ

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ১৭, ২০২১, ০২:৫৭ পিএম জেলখানায় করোনা, থাইল্যান্ডে সংক্রমণ বেড়ে দ্বিগুণ

করোনায় দৈনিক সংক্রমণের রেকর্ড গড়ল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড। সোমবার দেশটিতে প্রায় ৯ হাজার ৬৩৩ জন আক্রান্ত হয়েছে, যা থাইল্যান্ডের আগের দৈনিক সংক্রমণের দ্বিগুণেরও বেশি।

বিবিসি জানায়, নতুন করে আক্রান্ত এসব করোনা রোগীর মধ্যে ৬ হাজার ৮৫৩ জনই কারাবন্দি। ধারণক্ষমতার বাইরে বন্দি আটক থাকায় কারাগারে দ্রুত করোনা সংক্রমণ হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

পরিসংখ্যান বলছে, এ মুহূর্তে দেশটি আগের যেকোনো সময়ের চেয়ে সর্বোচ্চ করোনা ঝুঁকিতে রয়েছে। সরকারি হিসাবে, আটটি কারাগারে ১০ হাজার ৭৪৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। উত্তরাঞ্চলের চিয়াং মাইতে প্রায় ৬১ ভাগ কারাবন্দির করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।

সম্প্রতি জেলখানায় আটক বেশ কয়েকজন অ্যাক্টিভিস্ট করোনায় আক্রান্ত হওয়ার পরই এ বিষয়টি সামনে আসে। পরীক্ষার পর দেখা গেছে অনেক কারাগারেই করোনা দ্রুত ছড়িয়ে পড়ছে।

প্রায় এক বছর করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হলেও গত মাসে থাইল্যান্ডে ব্যাপক সংক্রমণ দেখা দেয়। মাসের শুরুতে এক বিবৃতিতে সরকারকে করোনা সংক্রমণ বৃদ্ধির ব্যাপারে সতর্কও করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ।

মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত থাইল্যান্ডে ১১ লাখ ১ হাজার ৮২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, ১৩ মে দেশটির সর্বোচ্চ সংক্রমণ ছিল ৪ হাজার ৮৮৭। আর সোমবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১৪ জনে।

আরও সংবাদ