• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: মে ১৭, ২০২১, ১১:১০ এএম
সর্বশেষ আপডেট : মে ১৭, ২০২১, ১১:১৫ এএম

গাজায় রাতভর বিমান হামলা, মৃত্যু বেড়ে ১৯২

গাজায় রাতভর বিমান হামলা, মৃত্যু বেড়ে ১৯২

ফিলিস্তিনের গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। রোববার রাতভর ইসরায়েলি বিমান হামলায় ১০ শিশুসহ ৪২ জন নিহত হয়েছে। এ নিয়ে গত কয়েক দিনে ইসরায়েলি হামলায় ১৯২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। খবর রয়টার্স।

সোমবার (১৭ মে) সকালেও বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। পাল্টা জবাব হিসেবে ইসরায়েলের শহরগুলোয় রকেট হামলা চালিয়েছে হামাস। প্রাথমিকভাবে এসব হামলায় হতাহত হওয়ার কোনো খবর জানা যায়নি। 

এদিকে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ফিলিস্তিনের বেশির ভাগ জায়গায় রাতভর বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গাজার রাস্তা, ভবন, হামাসের প্রশিক্ষণ শিবির ও ঘরবাড়িতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, রোববার গভীর রাতে বিরসেবা ও আশকেলন শহরে গাজা থেকে রকেট হামলা চালানো হয়। ইসরায়েল হামলা চালিয়েছে তারা।

ইসরায়েলের বিমান হামলায় রোববার ৪২ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা। এর মধ্যে ১০ শিশু রয়েছে।

এদিকে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন টুইটে জানান, অবিলম্বে সহিংসতা নিরসন করতে হবে। সহিংসতা নিরসনে সব পক্ষের এগিয়ে আসা প্রয়োজন।