ইসরায়েল-ফিলিস্তিন আলাদা রাষ্ট্রই একমাত্র সমাধান

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ২২, ২০২১, ০৫:১৫ পিএম ইসরায়েল-ফিলিস্তিন আলাদা রাষ্ট্রই একমাত্র সমাধান

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাত সমাধানের দ্বি-রাষ্ট্রীয় সমাধানই সংকট সমাধানের একমাত্র উপায় বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক ভাষণে তিনি বলেন, যুদ্ধবিরতির পর পৃথক রাষ্ট্রই শান্তিপূর্ণ পরিস্থিতি নিশ্চিত করতে পারে।

শুক্রবার থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি উভয় পক্ষ মেনে চলবে বলেও আশা প্রকাশ করেছেন বাইডেন। এ বিষয়ে ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও তার আলাপ হয়েছে বলে আশ্বস্ত করেছেন বাইডেন। এছাড়া স্কাই নিউজ জানায়, গাজায় ত্রাণসহায়তা প্রদানের জন্য হামাস নয়, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র।

ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র বাহিনী হামাসের মধ্যে ১১ দিন ধরে চলমান যুদ্ধের অবসান ঘটাতে মধ্যস্থতা করে মিসর ও যুক্তরাষ্ট্র। জাতিসংঘের পাশাপাশি গাজার পুনর্গঠনে ভূমিকা রাখারও প্রতিশ্রুতি দিয়েছে বাইডেন প্রশাসন।

গাজায় স্থানীয় সময় শুক্রবার সকাল ১১টা থেকে যুদ্ধবিরতি পালন করেছে উভয় পক্ষ। ১০ মে থেকে চলমান সংঘর্ষে অন্তত ২৪ শিশুসহ প্রায় ২৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া হামাসের হামলায় মারা গেছেন ১২ ইসরায়েলি নাগরিক।

আরও সংবাদ