নাইজার নদীতে নৌকাডুবি, নিখোঁজ দেড় শতাধিক

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ২৭, ২০২১, ০৪:০২ পিএম নাইজার নদীতে নৌকাডুবি, নিখোঁজ দেড় শতাধিক

নাইজেরিয়ায় নৌকা ডুবে অন্তত ১৫৬ জন যাত্রী নিখোঁজ হয়েছে। এ পর্যন্ত চারজনের মৃত্যুর খবর জানা গেছে।

স্থানীয় কর্মকর্তারা জানান, নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের কেব্বি রাজ্যের একটি বাজারে যাত্রী পারাপার করত নৌকাটি। বুধবার অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে এটি নাইজার নদীতে ডুবে যায়।

অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের ব্যবস্থাপক ইউসুফ বর্মা সাংবাদিকদের বলেন, “নৌকাটিতে ১৮০ জন যাত্রী ছিল, যা এর ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি।”

নৌকা থেকে ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রায় দেড় শ যাত্রী পানিতে ডুবে মারা গেছেন।

অতিরিক্ত যাত্রীর চাপ, ফিটনেসবিহীন নৌযান, বিরূপ আবহাওয়া আর অব্যবস্থাপনার কারণে নাইজেরিয়ায় প্রতিবছরই নৌকাডুবির ঘটনা ঘটে। তবে বুধবারের দুর্ঘটনাটি সাম্প্রতিক সময়ে সবচেয়ে মর্মান্তিক বলে জানিয়েছেন স্থানীয়রা।

মাসের শুরুতেও নাইজার রাজ্যে ৩০ জন যাত্রী নিয়ে আরেকটি নৌকা ডুবে যায়।

আরও সংবাদ