৪০ বছরের মধ্যে ভারতে সর্বনিম্ন অর্থনৈতিক প্রবৃদ্ধি

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ১, ২০২১, ০৫:০৪ পিএম ৪০ বছরের মধ্যে ভারতে সর্বনিম্ন অর্থনৈতিক প্রবৃদ্ধি

স্বাস্থ্যব্যবস্থার পাশাপাশি মহামারিতে বিপর্যস্ত হয়ে পড়ছে ভারতের অর্থনীতি। করোনার ক্ষতি কাটিয়ে ওঠার পরিবর্তে ধস নেমেছে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে।

এ বছরের জানুয়ারি থেকে মার্চে ১ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন হলেও গোটা অর্থবছরে কমেছে ৭ দশমিক ৩ শতাংশ। সরকারি হিসাবের বরাতে হিন্দুস্তান টাইমস জানায়, ৪০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংকটে পড়েছে ভারতের অর্থনীতি।

২০২০ সালের শুরুতে ভারতের অর্থনীতি ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও, ২০২০-২১ অর্থবছরে তা কিছুটা পুনরুদ্ধার হয়। তবে এরপরেও আশানুরূপ প্রবৃদ্ধি অর্জন হয়নি। সোমবার ভারতের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়।

গত বছর সংক্রমণের ঠেকাতে দেশব্যাপী লকডাউন ঘোষণার পর থেকেই ভারতের অর্থনীতি হুমকির মুখে পড়ে। লকডাউনের পরিধি ও বিধিনিষেধ শিথিল করা হলেও অনেক রাজ্যই করোনার ধকল কাটিয়ে উঠতে পারেনি। 

ভারতের পরিসংখ্যান দপ্তর, ২০২০-২১ অর্থবছরে অর্থনীতি ৮ শতাংশ সংকুচিত হওয়ার আশঙ্কা জানালেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দাবি করছেন অর্থনীতির পুনরুদ্ধারে সফল হবে বিজেপি সরকার।

আরও সংবাদ