আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

আবেদ হোসেনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রস্তুত

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৮, ২০১৯, ০১:১৪ পিএম আবেদ হোসেনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রস্তুত

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর আবেদ হোসেনের (৬৫) বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রস্তুত করেছ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘‘আবেদ ১৯৭১ সালের মে মাস থেকে ২২ নভেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত করেন।’’

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাজধানীতে সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান সমন্বয়ক আবদুল হান্নান খান। এ সময় জ্যেষ্ঠ কর্মকর্তা এম সানাউল হক, মামলার তদন্ত কর্মকর্তা (আইও) হরি দেবনাথসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

প্রতিবেদনটি আজই ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেয়ার কথা রয়েছে জানান সংবাদ সম্মেলনে।

গত বছর ২৯ জুলাই থেকে এ মামলার তদন্ত শুরু হয়।

এমএ/এসএমএম 

আরও সংবাদ