রিফাত হত্যা মামলা

মিন্নির জামিন ঠেকাতে আপিল করবে রাষ্ট্রপক্ষ

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৯, ২০১৯, ০৫:১২ পিএম মিন্নির জামিন ঠেকাতে আপিল করবে রাষ্ট্রপক্ষ
হাইকোর্ট

মিন্নি জামিন পাওয়ায় আমরা মর্মাহত : ডেপুটি অ্যাটর্নি জেনারেল

বরগুনার রিফাত শরিফ হত্যা মামলায় নিহতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চে দায়িত্বরত ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সরোয়ার হোসেন এ কথা জানিয়েছেন। 

সরোয়ার হোসেন বলেন, ‘মিন্নি জামিন পাওয়ায় আমরা মর্মাহত। এই জামিনের রায়ের বিরুদ্ধে আমরা আপিল করার সিন্ধান্ত নিয়েছি।’

তিনি বলেন, যেহেতু মিন্নি  মহিলা এবং তার বাবার জিম্মায় থাকবেন, তাই তাকে জামিন দেয়া হয়েছে। তবে এ জামিনের তিনি অপব্যবহার করবেন না এবং মিডিয়ার সঙ্গে কথা বলতে পারবে না। তিনি জামিনের শর্ত অপব্যবহার করলে বিচারিক আদালত তার জামিন বাতিল করতে পারবে। মিন্নির বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ ছিল। তিনি যে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছিলেন, সেখানে নিজেকে ষড়যন্ত্রকারী হিসেবে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। নয়ন বন্ডের সঙ্গে মিন্নির ঘটনার আগে পরে ১৩ বার ফোনালাপও হয়েছে।  হাইকোর্ট তবুও তাকে জামিন দিয়েছে। আমরা আপিল করার সিদ্ধান্ত নিয়েছি।

এমএ/এসএমএম   

আরও সংবাদ