‘না, না, না, আমি কখনোই রাস্তায় উল্টো পথে গাড়ি নিয়ে আসি না’

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৪, ২০১৯, ০২:৫৭ পিএম ‘না, না, না, আমি কখনোই রাস্তায় উল্টো পথে গাড়ি নিয়ে আসি না’
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন

প্রধান বিচারপতির এজলাস। সোমবার (১৪ অক্টোবর), সকাল। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বেঞ্চে দিনের নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। তবে মামলা শুনানির জন্য একের পর এক আইনজীবীদের পক্ষ থেকে ‘শর্ট পাসওভার’ (অল্প সময়ের) প্রার্থনা করা হচ্ছে। ঠিক সেই মুহূর্তে তড়িঘড়ি করে ডায়াসে দাঁড়ালেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন। প্রধান বিচারপতিকে উদ্দেশ করে তিনি বললেন, ‘সরি মাননীয় আদালত (মাই লর্ড), একটু দেরি হয়ে গেল। আজ রাস্তায় অনেক জ্যাম ছিল।’ 

জবাবে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বললেন, ‘আমরা তো ঠিক সময়েই কোর্টে আসি।’ 

অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন বললেন, ‘মাই লর্ড, আপনারা তো উল্টো পথেও আসতে পারেন।’ 

তখন প্রধান বিচারপতি বললেন, ‘না, না, না। আমি কখনোই রাস্তায় গাড়ি নিয়ে উল্টো পথে আসি না।’

এসব কথাবার্তা বলার পর আবার প্রধান বিচারপতির নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চে সোমবারের কার্যতালিকাভুক্ত (কজলিস্ট) মামলার বিচারিক কার্যক্রম চলতে থাকল।

এমএ / টিএফ/ এফসি

আরও সংবাদ