জামালপুর মুক্ত দিবসে আনন্দ শোভাযাত্রা

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০১৯, ০৪:০৯ পিএম জামালপুর মুক্ত দিবসে আনন্দ শোভাযাত্রা
জামালপুর মুক্ত দিবসে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা - ছবি : জাগরণ

জামালপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে ১০ ডিসেম্বর উদযাপিত হয়েছে ‘জামালপুর মুক্ত’ দিবস। এ উপলক্ষে বেলা ১১টায় শহরের দয়াময়ী এলাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভা শেষে দুপুর ১টায় শহরের প্রধান সড়কে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় অংশ নেন মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসন, জেলা পরিষদ ও আমরা মুক্তিযোদ্ধার সন্তানেরা। ১৯৭১ সালের এই দিনে শত্রুমুক্ত হয় জামালপুর।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সুজায়েত আলী ফকিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকার, নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমীন, মুক্তিযোদ্ধা মুন্সি জহুরুল হক বীর প্রতীক (বার), মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন হিরু ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা প্রমুখ।

আলোচনা সভা শেষে এক আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলায় গিয়ে শেষ হয়।

এনআই

আরও সংবাদ