ডিসি সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী

মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান জোরদারে নির্দেশনা

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৭, ২০১৯, ০২:১৬ পিএম মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান জোরদারে নির্দেশনা
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক


মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করতে জেলা প্রশাসকদের (ডিসি) তাগিদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। 

তিনি বলেন, স্থানীয় পর্যায়ে কমিউনিটি ক্লিনিক এবং স্বাস্থ্য সেবার উন্নয়নে সার্বিকভাবে ডিসিদের সহযোগিতা চাওয়া হয়েছে। তারা এ বিষয়ে সক্রিয় থেকে দায়িত্ব পালন করবেন বলে সরকারকে আশ্বস্ত করেছেন। 

আজ বুধবার (১৭ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত ডিসি সম্মেলনের চতুর্থ দিনের চতুর্থ কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। স্বাস্থ্য সচিব আসাদুল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন। 

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, বৈঠকে ডিসিদের ভেজাল খাদ্য বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় বন্ধ কঠোর হতে নির্দেশনা দেয়া হয়েছে। এটা মানুষের জীবন-মরণের প্রশ্ন। এদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আরো জোরদার করতে বলা হয়েছে। 

তিনি বলেন, জেলায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের নিরাপত্তার বিষয়েও ডিসিদের পদক্ষেপ নিতে বলা হয়েছে। 

মন্ত্রী বলেন, স্থানীয় পর্যায়ে কোনো ফার্মেসি যেন ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রয় না করে সেদিকে ডিসিদের তদারকি করতে বলা হয়েছে। 

এমএএম/আরআই

আরও সংবাদ