সংসদ লেকে পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে স্পিকার

ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ২২, ২০১৯, ০২:৪৪ পিএম ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার

‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯’ উপলক্ষে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সংসদ লেকে পোনা অবমুক্তকরণ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। সোমবার (২২ জুলাই) দুপুরে সংসদ লেকে পোনা অবমুক্তকরণ করেন তিনি। এসময় লেকে ৩ প্রজাতির ১০ হাজার পোনা মাছ অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, গত দুই মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মৎস্য চাষে সফলতা লাভ করেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ বর্তমানে মৎস্য উৎপাদনে বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে। এ ধারা অব্যাহত থাকলে মৎস্য উৎপাদনে বাংলাদেশ ভবিষ্যতে আরও এগিয়ে যাবে ।

স্পিকার আরও বলেন, সরকারের বাস্তবমূখী পদক্ষেপের কারণে বাংলাদেশ এখন খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। এমন প্রেক্ষাপটে দেশের পুষ্টি চাহিদা পূরণে মৎস্য উৎপাদন বৃদ্ধি করা খুবই গুরুত্বপূর্ণ। সেজন্যই বর্তমান সরকার মৎস উৎপাদন বাড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

সংসদ লেকে পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি। স্বাগত বক্তব্য রাখেন- মৎস অধিদপ্তরের মহাপরিচালক আবু সাইদ মো. রাশেদুল হক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম এমপি, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি, সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি, কাজী ফিরোজ রশীদ এমপি, উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি, অপরাজিতা হক এমপি প্রমুখ, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. রাইসুল আলম মন্ডলসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ।

প্রসঙ্গত, ‘মৎস্য চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ' প্রতিপাদ্য সামনে রেখে ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯’ পালিত হচ্ছে। পোনা অবমুক্ত অনুষ্ঠানে ১০ হাজার পোনা মাছ অবমুক্ত করা হয়। এর মধ্যে কাতলা ২০৫০ টি, রুই ৪২০০ টি এবং মৃগেল ৩৭৫০টি। মৎস্য অধিদপ্তর হতে পর্যায়ক্রমে সংসদ লেকে আরও ২০ হাজার পোনা অবমুক্ত করা হবে।

এইচএস/টিএফ

আরও সংবাদ