ডিএনসিসির কাউন্সিলর হেলাল উদ্দিনের ইন্তেকাল

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৮, ২০১৯, ০৮:১১ পিএম ডিএনসিসির কাউন্সিলর হেলাল উদ্দিনের ইন্তেকাল
হেলাল উদ্দিন -ছবি : জাগরণ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৪৩নং ওয়ার্ডের (মস্তুল এলাকা) কাউন্সিলর হেলাল উদ্দিন আর নেই। ইন্নালিল্লাহে ওয়া ইন্না লিল্লাহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

বুধবার (২৮ আগস্ট) বিকাল ৪টায় তিনি তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। হেলাল উদ্দিন গত ৩ মাস যাবত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন।

হেলাল উদ্দিনের মৃত্যুতে ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম শোক প্রকাশ করেন। মৃত্যু সংবাদ পেয়ে তিনি মরহুমের বাসভবনে যান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

আজ রাত সাড়ে ৯টায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে তার পরিবারিক সূত্রে জানা যায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

টিএইচ/একেএস

আরও সংবাদ