• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: জুন ২, ২০১৯, ০৯:৫৯ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২, ২০১৯, ০৯:৫৯ পিএম

সাবেক অতিরিক্ত সচিব সিরাজুল ইসলামের ইন্তেকাল

সাবেক অতিরিক্ত সচিব সিরাজুল ইসলামের ইন্তেকাল

তথ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. সিরাজুল ইসলাম (৭৩) রোববার (২ জুন) দুপুর সাড়ে ১২টায় ঢাকার গুলশান নিকেতনে নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দীর্ঘকাল থেকে ডায়াবেটিস ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, ৬ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।

সিরাজুল ইসলাম লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক এবং মাসিক বাংলা আওয়াজ সম্পাদক ও লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সহসভাপতি গাজী গিয়াস উদ্দিনের বড় ভাই।

পারিবারিক সূত্রে জানা গেছে, মো. সিরাজুল ইসলাম ১৯৪৮ সালে লক্ষ্মীপুর জেলার সদর উপজলোর গন্ধব্যপুর গ্রামে রিয়াজ উদ্দিন মিঞাবাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীনতা-পরবর্তী মান্দারী ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী হারিছ উদ্দিন আহমেদের জ্যেষ্ঠ পুত্র। মরহুম সিরাজুল ইসলাম সরকারি চাকরির পাশাপাশি জনসেবায় নিবেদিত ছিলেন।

তিনি নিজ গ্রামে এককভাবে জনস্বার্থে একটি গণকবর প্রতিষ্ঠাসহ বহু জনহিতকর কাজে নিয়োজিত ছিলেন। রোববার রাত ১১টার সময় নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তারে দাফন সম্পন্ন হবে।

এনআই