বিএনপি একটি লিমিটেড কোম্পানি : তথ্যমন্ত্রী

জাগরণ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০১৯, ০৩:১০ পিএম বিএনপি একটি লিমিটেড কোম্পানি : তথ্যমন্ত্রী
সচিবালয়ে সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ -ছবি : জাগরণ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি একটি লিমিটেড কোম্পানি। আর নেতারা সব ভাড়াটে রাজনীতিক। সে কারণেই বিএনপি রাজনীতি থেকে হারিয়ে যেতে বসেছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ কক্ষে সমসাময়িক প্রসঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নেতা মওদুদ এক সময় আওয়ামী লীগ করেছেন, জাতীয় পার্টির করেছেন। এখন করছেন বিএনপি। মির্জা ফকরুল এক সময় বাম রাজনীতি করেছেন। এখন বিএনপির মহাসচিব। এ সময় বিএনপিকে দানবীয় রাজনীতি ছেড়ে নিয়মতান্ত্রিক রাজনীতি করার আহ্বান জানান হাছান মাহমুদ। 

সম্প্রতি মানব বন্ধনে গয়েশ্বর চন্দ্র রায়ের বক্তব্যর বিষয়ে ড. হাছান মাহমুদ বলেন, গয়েশ্বর চন্দ্র রায় যা বলেছেন, তাতে অশুভর কিছু ইঙ্গিত পাওয়া যায়। অতীতেও তারা নাশকতা করেছেন, গাড়িতে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছেন। এসব কারণে মানুষও তাদের প্রত্যাখ্যান করেছে।

তিনি বলেন, আমরা চাই বিএনপি শক্তিশালী বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করুক। তবে তা হতে হবে মানুষকে সঙ্গে নিয়ে এবং মানুষের কল্যাণে।

এমএএম /একেএস

আরও সংবাদ