আবরার হত্যা মামলার চার্জশিট স্বল্প সময়ে : স্বরাষ্ট্রমন্ত্রী 

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১০, ২০১৯, ০১:১৩ পিএম আবরার হত্যা মামলার চার্জশিট স্বল্প সময়ে  : স্বরাষ্ট্রমন্ত্রী 
সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল- ছবি: জাগরণ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনায় স্বল্পতম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। 

তিনি বলেছেন, হলের ভেতরে অপরাধ বন্ধে বুয়েটেসহ সব বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অভিযান চালাবে আইন-শৃঙ্খলা বাহিনী। 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, পুলিশ এই নির্মম হত্যাকাণ্ডের জন্য তাৎক্ষণিকভাবে অনেক পদক্ষেপ নিয়েছে, যা দৃশ্যমান। স্বল্পতম সময়ে একটি সঠিক-নিখুদ এবং পূর্ণাঙ্গ চর্জশিট দিতে কাজ করছে পুলিশ। যাতে দ্রুততম সময়ে বিচার কাজ সমাধান করা যায়।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু বিশ্ববিদ্যালয়ের হল নয়, প্রয়োজনে কলেজের হোস্টেল ও তল্লাশি অভিযান চালানো হবে। বিশ্ববিদ্যালয়গুলো থেকে র্যাগিং বন্ধে কর্তৃপক্ষের চিন্তা ভাবনা আহবান জানান স্বরাষ্ট্র মন্ত্রী। 

এমএএম/বিএস 
 

আরও সংবাদ