এক ঘণ্টা ব্যবধানে রাজধানীতে দুই যাত্রীবাহী বাসে আগুন 

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০১৯, ০৫:২৭ পিএম এক ঘণ্টা ব্যবধানে রাজধানীতে দুই যাত্রীবাহী বাসে আগুন 
কুর্মিটোলা হাসপাতালের সামনে আগুন লাগে বিআরটিসি দোতলা বাসে -ছবি : সংগৃহীত

এক ঘন্টার ব্যবধানে রাজধানীতে দুটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহত বা দগ্ধ হওয়ার খবর পাওয়া যায়নি।

শনিবার (৭ ডিসেম্বর) বিকাল সোয়া ৩টার দিকে রাজধানীর কারওয়ানবাজারে ট্রাস্ট পরিবহনের একটি বাসে এবং বিকাল পৌনে ৪টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে আগুন লেগে বিআরটিসির একটি দোতলা বাস পুড়ে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম দৈনিক জাগরণকে জানান, কারওয়ান বাজারে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং কুর্মিটোলায় দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক দৈনিক জাগরণকে জানান, বিআরটিসি দোতলা বাসের ইঞ্জিন গরম হওয়ার কারণে আগুনের সূত্রপাত ঘটে। ইঞ্জিন গরম হওয়ার পরপরই যাত্রীদের বাস থেকে নামিয়ে দেয়া হয়। তারপরেই আগুন জ্বলে ওঠে। এই কারণে হতাহতের ঘটনা ঘটেনি।

সোনাগাঁও ট্রাফিক বক্সে কর্মরত এক ট্রাফিক সার্জেন্ট জানান, আগুন লাগার সঠিক কারণ তার জানা নেই। তবে তার ধারণা বাসে কোনও ত্রুটি ছিল, যেখান থেকে শর্ট সার্কিট বা অন্যকিছু হয়ে আগুন লেগে থাকতে পারে। 

এইচএম/আরএম/এসএমএম

আরও সংবাদ