বড় দিন ও থার্টি ফার্স্টে কঠোর নিরাপত্তা

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০১৯, ০১:৪৫ পিএম বড় দিন ও থার্টি ফার্স্টে কঠোর নিরাপত্তা

বড়দিন ও থার্টি ফার্স্টে রাজধানীসহ সারাদেশে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘বড় দিন ও থার্টি ফার্স্টের আইনশৃঙ্খলা নিয়ম’ আয়োজিত বৈঠক শেষে এসব তথ্য জানান মন্ত্রী।

তিনি বলেন, ২৫ ডিসেম্বর খ্রিস্টান সম্প্রদায়ের বড় দিন উদযাপন নির্বিঘ্ন করতে সরকারের পক্ষ থেকে সব উদ্যোগ নেয়া হবে। একই সঙ্গে ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইটে বাহিরে কোনো প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। ব্যবহার করা যাবে না বৈধ অস্ত্র। এসময়ে চলবে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান।

বৈঠকে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য অ্যাড. গ্লোরিয়া ঝর্ণা সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের  জননিরাপত্তা বিভাগের সিনিয়র  সচিব মোস্তফা কামাল উদ্দীন, পুলিশ মহা পরিদর্শক ড. মো. জাবেদ পাটোয়ারী, র‌্যাবের মহা-পরিচালক বেনজির আহমেদ, ডিএমপি কমিশনার শফিকুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

বিস্তারিত আসছে.....


এমএএম/টিএফ

আরও সংবাদ