৩১ মে থেকে সীমিত আকারে গণপরিবহন চলবে

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ২৭, ২০২০, ০৮:২১ পিএম ৩১ মে থেকে সীমিত আকারে গণপরিবহন চলবে
ফাইল ছবি

৩১ মে (রোববার) থেকে সীমিত আকারে গণপরিবহন চালু হচ্ছে। একইসাথে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট।

বুধবার (২৭ মে) সরকারের এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ।

৩০ মে’র পর থেকে আর সাধারণ ছুটি বাড়ছে না। স্কুল কলেজ বন্ধ থাকবে ১৫ জুন পর্যন্ত। চলবে অনলাইনে ক্লাস। এর মাধ্যমে দেশে টানা ২ মাসের বেশি ছুটি শেষ হচ্ছে।

৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে অফিসে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। কর্মস্থলে যাওয়ার জন্য প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি মেনে যানবাহনের ব্যবস্থা করতে পারবে। বয়স্ক এবং গর্ভবতী মহিলারা অফিসে যোগ দেবেন না বলেও জানান প্রতিমন্ত্রী।

এসএমএম

আরও সংবাদ