বাসে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ৭, ২০২০, ০১:২৯ পিএম বাসে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি
বাসে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি ● সংগৃহীত

গণপরিবহন চালুর এক সপ্তাহ পরও বাসে পুরোপুরি মানা হচ্ছে না করোনা স্বাস্থ্যবিধি। অফিস চালুর প্রথম দিকে সবার মধ্যে কিছুটা স্বাস্থ্যবিধি মানতে দেখা গেলেও দিন দিন এর প্রবণতা কমছে।

পরিবহন শ্রমিকদের পাশাপাশি সাধারণ যাত্রীদের মধ্যেও এমন প্রবণতা দেখা গেছে। এক সিট ফাঁকা রেখে অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচলের অনুমতি দেয় সরকার। তবে অনেক বাসেই যাত্রীদের দাঁড়িয়ে চলাচল করতে দেখা গেছে। অনেকের মুখে নেই মাস্ক।

সড়কে বাসের অপেক্ষায় থাকা যাত্রীর চাপও বেড়েছে। আগের মতো ধাক্কাধাক্কি, তাড়াহুড়ো করে উঠছেন অনেকে। এতে শারীরিক দূরত্ব বজায় রেখে যাতায়াত করা সম্ভব হচ্ছে না বলছেন চালক ও সহকারীরা।

যাত্রীদের জুতায় জীবাণুনাশক ছিটানোর কথা থাকলেও মানা হচ্ছে না অনেক বাসে। ফলে বেড়েই চলেছে করোনা সংক্রমণের ঝুঁকি।

এসএমএম

আরও সংবাদ